Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৮:৫৭ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৮:৫৯

গ্রেফতার মো. শাহাদাত।

পটুয়াখালী: মির্জাগঞ্জে চাঁদাবাজ, দখলবাজ ও মাদক ব্যবসায়ী মো. শাহাদাতকে (৪০) গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

বুধবার দিবাগত রাতে উপজেলার কাঠালতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের আ. রাজ্জাকের পুত্র।

পুলিশ জানায়, চাঁদাবাজ মো. শাহদাত ইউনিয়ন পরিষদের জামে মসজিদ হতে জোরপূর্বক ৫০০ কেজি মসজিদের রড নিয়ে যায় এবং কাঠালতলী এলাকার সরোয়ার হোসেনের থেকে ৫ হাজার টাকা চাঁদা নেয় ও মাওলানা আমিনুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার চাঁদা দাবি করে ও চৌকিদার হাবিবুর রহমান এর মেয়ে খুশি আক্তারের দোকান থেকে জোরপূর্বক মালামাল নিয়ে নেয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় মাওলানা আমিনুল ইসলাম গত ২৪ জুলাই বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় গ্রেফতার মো. শাহাদাত এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে মির্জাগঞ্জের আর্মি ক্যাম্প এর একটি বিশেষ টিম ও মির্জাগঞ্জ থানায় পুলিশের ফোর্স বিশেষ অভিযান চালিয়ে কাঠালতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

‎মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মসজিদের মালামাল নিয়ে যাওয়া ও বিভিন্ন জনের কাছে চাঁদা দাবির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ‎আসামিকে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে

গ্রেফতার চাঁদাবাজি মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর