Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ইসির সামনে ব্রাহ্মণবাড়িয়াবাসীর মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৯:০৭

ইসির সামনে মানববন্ধন করেছে বাহ্মণবাড়িয়াবাসী।

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের বিষয়ে ক্ষোভ জানিয়ে মানববন্ধন করেছে বাহ্মণবাড়িয়াবাসী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সামনে বাহ্মণবাড়িয়া একদল সংক্ষুব্ধ বাহ্মণবাড়িয়াবাসী এ মনববন্ধনে অংশ নেয়। এর আগে তারা ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ক্ষোভের যুক্তি তুলে ধরেন।

বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মূখ্য সমন্বয়ক মো. আতাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো দলের পক্ষ থেকে আসিনি। তবে এখানে বিএনপি, এনসিপিসহ অন্যান্য দলের নেতা ও সাধারণ নাগরিকরা রয়েছেন। এনাদের অনেকে হয়তো ভোটেও দাঁড়াতে পারেন। আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন দিয়েছি।’

বিজ্ঞাপন

আবেদনপত্রে বলা হয়েছে, ‘গত ৩০ জুলাই আপনার প্রকাশিত প্রাথমিক তালিকায় ব্রাহ্মণবাড়ীয়ার
বিজয়নগর উপজেলার (আগের ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন) ১০টি ইউনিয়নেকে দুই টুকরা করে তিনটি (চান্দুরা, হরপুর ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়ীয়া-২ আসনের সঙ্গে এবং বাকি সাতটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়ীয়া-৩ সংসদীয় আসনে ভাগ করা হয়েছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও হতাশাজনক।’

এ ছাড়া বাস্তবিক বিষয় হলো, বিজয়নগরের সকল ১০টি ইউনিয়ন তিতাস নদীর পূর্ব পার্শে পরস্পরের সঙ্গে ভৌগলিকভাবে সংযুক্ত। এসব ইউনিয়নগুলোর জনগণের ভাষা, সংস্কৃতি এবং সামাজিক বন্ধন একই ধরনের, যা একটি অভিন্ন আসনের আওতায় রাখা প্রয়োজন। এ বিজয়নগর উপজেলার সকল ইউনিয়নকে এক ও অভিন্ন সংসদীয় আসনে রাখলে এলাকার উন্নয়ন ও প্রশাসন কর্মকাণ্ড পরিচালনা সহজ ও কার্যকর হবে।

এ অবস্থায়, সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কর্তৃপক্ষের কাছে বিজয়নগর উপজেলা তিনটি ইউনিয়নকে বিচ্ছিন্ন না করে পূর্বের আসনে (ব্রাহ্মণবাড়ীয়া-৩ আসনে) রাখা অথবা একটি একক সংসদীয় আসনে পরিণত করার দাবি জানিয়েছেন তারা।

ইসির সচিবের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ভবন ত্যাগ করার সময় নিচে মানবন্ধনে দাঁড়ান তারা। পুলিশের বাধায় বেশি সময় থাকতে পারেননি মানববন্ধনে।

সারাবাংলা/এনএল/এইচআই

ইসি নির্বাচনি সীমানা বাহ্মণবাড়িয়া মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর