Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৯:২৯ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৯:৩১

মরদেহ: প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ছাতকের চেচান নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবু সালেক (২৯)। তিনি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আমড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি সিলেটের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে সুনামগঞ্জগামী মোটরসাইকেলটি সড়কের চেচান এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় মোটরসাইকেল আরোহীর। খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহসহ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, আইনি কাজ শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এনজে

নিহত মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর