ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দলটি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এই আহ্বান জানান। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী মুজিবুল আলম বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।
বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘ডা. শফিকুর রহমান বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বর্তমান সংকটপূর্ণ সময়ে তার নেতৃত্ব জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।’
তিনি আরও বলেন, ‘আমরা দেশের সব নাগরিক, জামায়াতের সর্বস্তরের জনশক্তি এবং দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানাচ্ছি—ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করুন। আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করেন।’
ডা. শফিকুর রহমানের রোগমুক্তির জন্য দেশজুড়ে জামায়াত সমর্থকদের মধ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন চলছে বলেও দলীয় সূত্রে জানা গেছে।