Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ না হলে সরকার ও কমিশনের বিরুদ্ধে মামলার হুমকি জামায়াত’র

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৯:৫৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় সনদে সই দিতে ‘আইনি ভিত্তির’ শর্ত জুড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন, সনদ না হলে সরকার ও ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কমিশনের আলোচনার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির সঙ্গে আর কোনো তামাশা নয়। আইনগত ভিত্তি না থাকলে জামায়াত সনদে সই করবে না। এমনকি প্রয়োজন হলে ক্ষতিপূরণ চেয়ে কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে।’

তিনি বলেন, ‘আলোচনা তাড়াহুড়ো না করে আরও কয়েকদিন বাড়িয়ে হলেও পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করা প্রয়োজন। আমরা এত সময় দিলাম, সংস্কার হচ্ছে, কিন্তু বাস্তবায়ন না হলে তো কিছুই হলো না।’

বিজ্ঞাপন

ডা. তাহের বলেন, ‘শুধু কথায় নয়, বাস্তবায়নের আইনি নিশ্চয়তা দরকার। আইন না থাকলে শপথ ভঙ্গের পুনরাবৃত্তি হবে। যদি আইনগত ভিত্তি দিতে সমস্যা না থাকে, তাহলে তা দেওয়া হোক—না হলে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে।’

তিনি আরও জানান, উচ্চকক্ষ গঠনে অধিকাংশ দল একমত হলেও প্রক্রিয়া নিয়ে বিভাজন রয়েছে। জামায়াত উচ্চ ও নিম্নকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক কাঠামো চায়।

এর আগে বিএনপিসহ কয়েকটি দল চারটি সংস্থার নিয়োগ প্রক্রিয়ায় ‘নোট অব ডিসেন্ট’ দেয়, যা আলোচনার অন্যতম বিতর্কিত বিষয় হয়ে উঠেছে।

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এদিনও অগ্রগতি হয়নি, তবে কমিশন চায় আজই আলোচনার চূড়ান্ত পর্ব শেষ করতে।

সারাবাংলা/এফএন/এইচআই

আব্দুল্লাহ মো. তাহের ঐকমত্য কমিশন জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ মামলা মামলার হুমকি