Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি মাসে ইসির ১৭৪ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ২০:০৯

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশনের আরও ৫২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণহারে বদলির অংশ হিসেবে চলতি মাসের শেষার্ধ্বে মোট ১৭৪ কর্মকর্তাকে বদলি করল ইসি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান ৫২ কর্মকর্তার বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

এর আগে, গত ২৭ জুলাই এক প্রজ্ঞাপনে ৭১ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করে ইসি। তার আগে প্রথম ধাপে ১৫ জুলাই ৫১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়।

ইসি জানায়, বৃহস্পতিবার বদলি করা কর্মকর্তারা আগামী ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ৭ আগস্ট তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/পিটিএম

ইসি কর্মকর্তা টপ নিউজ বদলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর