Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএফএ’র নতুন সভাপতি ফজলে শামীম এহসান

সিনিয়র করেসপন্ডেন্ট 
৩১ জুলাই ২০২৫ ২০:২৪

পোশাক খাতের নেতা ফজলে শামীম এহসান।

ঢাকা: বাংলাদেশ অ্যাম্পয়ালর্স ফেডারেশন (বিএফএ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন পোশাক খাতের নেতা ফজলে শামীম এহসান। ২০২৫-২৭ মেয়াদে সংগঠনটির শীর্ষ এই পদে থাকবেন তিনি। দেশের নিটওয়্যার পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ এর নির্বাহী সভাপতির দায়িত্বেও রয়েছে তিনি। একইসঙ্গে ফের বিএফএ’র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের পরিচালক তাহমিদ আহমেদ, এর আগেও তিনি সংগঠনটির একই পদে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সংগঠনটির মহাসচিব ও সিইও ফারুক আহাম্মাদ সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিএফএ দেশের ব্যবসায়ীদের একটি শীর্ষ সংগঠন। দেশে আইএলও’র অনুমোদিত একমাত্র ফেডারেশন এটি। বিজিএমএই, বিকেএমইএ এবং ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার অ্যাক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর মতো সংগঠনগুলো এর সদস্য। তপন চৌধুরী, কামরান টি রহমান, সালাউদ্দিন কাশেম খান, ফজলুল হক, রোকেয়া এ রহমান, সৈয়দ মনজুর এলাহীদের মতো ব্যক্তিত্ব বাংলাদেশ অ্যাম্পয়ালর্স ফেডারেশন (বিএফএ) এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

বিএফএ’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির নতুন সভাপতি ফজলে শামীম এহসান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, যিনি টেকসই উৎপাদন, নৈতিক ব্যবসায়িক চর্চা ও প্রগতিশীল শিল্প নেতৃত্বের ক্ষেত্রে বিশেষজ্ঞ। ব্যবসায় শিক্ষায় স্নাতক এহসান বর্তমানে ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি একটি এলইইডি প্লাটিনাম-সনদপ্রাপ্ত কারখানা, যা পরিবেশগত স্থায়িত্ব ও দায়িত্বশীল উৎপাদনের প্রতি তার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

নিজ প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে তিনি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে তিনি ন্যায্য মূল্য নির্ধারণ ও শ্রমিক কল্যাণের পক্ষে সোচ্চার ভূমিকা রাখছেন। বিকেএমইএর অধীনে তিনি ‘রেসপনসিবল বিজনেস হাব’-এর প্রতিষ্ঠাতা, যা নৈতিক ও টেকসই ব্যবসায়িক অনুশীলন উন্নয়নের প্রতি তার সক্রিয় ভূমিকার প্রমাণ। তিনি বিস্তৃত শিল্পনীতি নির্ধারণেও অনবদ্য ভূমিকা রেখেছেন। তিনি তিনবার বাংলাদেশ অ্যামপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নির্বাহী কমিটির সদস্য ছিলেন, যা দেশের একমাত্র আইএলও-স্বীকৃত মালিকপক্ষের সংগঠন।

শ্রমনীতি সংস্কারেও তার অবদান গুরুত্বপূর্ণ। তিনি শ্রম আইন ও বিধিমালা সংশোধন কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। শিল্পে আরও ন্যায়সঙ্গত কর্মপরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সরকার কর্তৃক প্রণীত গেজেটভুক্ত বাংলাদেশ শ্রম আইন সংস্কার কমিশনের একজন সম্মানিত সদস্য।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও ফজলে শামীম এহসান গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছেন। তিনি ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশন (আইএএফ)-এর বোর্ড সদস্য ও ‘স্টার নেটওয়ার্ক’-এর চেয়ারম্যান। এই আন্তঃএশীয় জোটটি এশিয়ার বিভিন্ন দেশের বহু পোশাক প্রস্তুতকারক সংগঠনকে একত্রিত করেছে এবং ৩৫ হাজারেও বেশি সদস্যকে প্রতিনিধিত্ব করে। পেশাগত দায়িত্ব ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে সক্রিয়। তিনি কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা বোট ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, গুলশান ইয়ুথ ক্লাব এবং ওআরডব্লিউএ-এর সদস্য, যা তার পেশাগত ও সামাজিক জগতে সক্রিয় উপস্থিতিকে তুলে ধরে।

আর তাহমিদ আহমেদ বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের পরিচালক। তিনি প্রায় ৪৫ বছর ধরে কাঁচজাত দ্রব্য উৎপাদন ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি বিইএফ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ঢাকায় প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তিনি ইংল্যান্ড ও স্কটল্যান্ডে পড়াশোনা করেন। ১৯৭২ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি ওভারসিজ স্কুল সার্টিফিকেট সম্পন্ন করার পর তিনি ঢাকা কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হন এবং ১৯৭৬ সালে বি.কম ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে ভর্তি হন এবং মার্কেটিং-এ এমবিএ ডিগ্রি অর্জন করেন।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

পোশাক শিল্প ফজলে শামীম এহসান বিএফএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর