ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
পোস্টে জানানো হয়, তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন জামায়াতের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সকলকে দোয়া করার আহ্বান জানান।
তবে কোন হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন বা কবে বাইপাস সার্জারি করা হবে, সে বিষয়ে পোস্টে স্পষ্ট কিছু বলা হয়নি।
এর আগে রাজধানীতে একটি সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিক। এরপর গত ২৯ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে হার্টের তিনটি প্রধান রক্তনালীতে গুরুতর ব্লক ধরা পড়ে।