Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো জুলাই গণঅভ্যুত্থান বইমেলা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ২২:১০

বইমেলা উদ্বোধন অনুষ্ঠান

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা-২০২৫’।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে এ বইমেলা উদ্বোধন করেন জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়, বাংলা একাডেমি ও বাংলাদেশ পুস্তক ও বিক্রেতা সমিতির উদ্যোগে আয়োজিত এ বইমেলা চলবে ৫ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এ বইমেলা। এ ছাড়া প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণমূলক বিষয়ভিত্তিক আলোচনা।

বিজ্ঞাপন

মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- অনন্যা, অনিন্দ্য প্রকাশ, অনুপম প্রকাশনী, অনুপ্রাণন প্রকাশন, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অ্যার্ডন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আদর্শ, আহমদ পাবলিশিং হাউস, আহসান পাবলিকেশন্স, ইতি প্রকাশন, ইলান নূর এডিফিকেশন লিমিটেড, একাডেমিয়া পাবলিশিং হাউজ লি., এড়ড়ভর, ঐতিহ্য, কথাপ্রকাশ, কবি প্রকাশনী, কলি প্রকাশনী, কাকলী প্রকাশনী, কিন্ডারবুকস পাবলিকেশন্স, কেন্দ্রবিন্দু, কোয়ান্টাম, গার্ডিয়ান পাবলিকেশন্স, গ্রন্থিক প্রকাশন, ছোটদের সময় প্রকাশনী, জুঁই জেমি প্রকাশনী, জ্ঞান বিতরণী, জ্ঞানকোষ প্রকাশনী, তাকধুম, ত্রয়ী, দারুস সালাম বাংলাদেশ, দি ইউনির্ভাসিটি প্রেস লি. (ইউপিএল), দিব্যপ্রকাশ, ধ্রুবপদ, নালন্দা, পুথিনিলয়, পুথিপ্রকাশ, প্রতিভা প্রকাশ, প্রথমা প্রকাশন, প্রিয়মুখ প্রকাশনী, বাঁধন পাবলিকেশন্স, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি., বাতিঘর, বাতিঘর প্রকাশনী, বিআইআইটি পাবলিকেশন্স, বিদ্যা প্রকাশ, বিন্দু প্রকাশ, বুক পয়েন্ট, বেঙ্গলবুকস, ভাষাচিত্র, মক্কা পাবলিকেশন্স, মাওলা ব্রাদার্স, মাতৃভাষা প্রকাশ, রাহনুমা প্রকাশনী, লোকমান প্রকাশনী, শিখা প্রকাশনী, শিলা প্রকাশনী, সংস্কৃতি প্রকাশনী, সত্যায়ন প্রকাশন, সন্দীপন প্রকাশন, সময় প্রকাশন, সৃজন, স্টুডেন্ট ওয়েজ এবং স্বরে অ।

সারাবাংলা/এজেড/এইচআই

গণঅভ্যুত্থান বইমেলা জুলাই বইমেলা বাংলা একাডেমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর