Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনবিআরে একদিনে ৪৯ কর্মকর্তার বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট 
৩১ জুলাই ২০২৫ ২২:২৩

ঢাকা: একের পর এক বরখাস্তের পর এবার একদিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনার রয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর সই করা পৃথক দুই প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। তবে একসঙ্গে ৪৯ জনের বদলি বড় একটি ঘটনা। এরসঙ্গে এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যানের অপসারণ দাবির আন্দোলনের সম্পৃক্ততা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

বদলি হওয়া ২৫ অতিরিক্ত কমিশনাররা হলেন— মির্জা সহিদুজ্জামান, প্রমীলা সরকার, শামীমা আক্তার, মো. খায়রুল কবির মিয়া, ড. মোহাম্মদ তাজুল ইসলাম, ড. মো. নেয়ামুল ইসলাম, আবুল আ’লা মোহাম্মদ আমিনুল ইহসান, মোহাম্মদ মুশফিকুর রহমান, নাহিদ নওশাদ মুকুল, মোহাম্মদ শহীদুল ইসলাম, মো. মিলন শেখ, মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান, মো. জিয়াউর রহমান খান, মো. রুহুল আমিন, আব্দুল রশীদ মিয়া, সাধন কুমার কুন্ডু, মোছা: শাকিলা পারভীন, খোজিস্তা আখতার, মোহাম্মদ মাহবুব হাসান, নুসরাত জাহান, মোহাম্মদ বাপ্পী শাহরিয়ার সিদ্দিকী, রাকিবুল হাসান, রাফিয়া সুলতানা, রেজভী আহম্মেদ ও কামনাশীষ।

বিজ্ঞাপন

এনবিআরের বিভিন্ন দফতরে কাজ করা এই কর্মকর্তাদের প্রতিষ্ঠানটির অনত্র বদলি করা হয়েছে।

বদলি ২৪ যুগ্ম কমিশনারদের মধ্যে রয়েছে— মোহাম্মদ ছালাউদ্দিন রিপন, শাহীনূর কবির পাভেল, সারমিন আক্তার মজুমদার, হাসনাইন মাহমুদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সালাউদ্দিন রিজভী, মো. মিজানুর রহমান, মো. পায়েল পাশা, মো. নূর উদ্দিন লিমন, তাহমিনা আক্তার পলি, মো. শাকিল খন্দকার, স্নিগ্ধা বিশ্বাস, লুবনা ইয়াসমীন, মোহাম্মদ নাহিদুন্নবী, মো. খায়রুল আলম, নিতীশ বিশ্বাস, চপল চাকমা, সুশান্ত পাল, মো. রিয়াজুল ইসলাম, মো. পারভেজ রেজা চৌধুরী, অথেলা চৌধুরী, মো. সানোয়ারুল কবির, কাজী ইরাজ ইশতিয়াক ও ছৈয়দুল আলম।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে এনবিআরের বিভিন্ন দফতরে কাজ করা এই কর্মকর্তাদের প্রতিষ্ঠানটির অনত্র বদলি করা হয়েছে।

আরও পড়ুন-বরখাস্ত ও বদলি আতঙ্কে ‘ঘুম হারাম’ এনবিআর কর্মকর্তাদের

এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যানের অপসারণ দাবির আন্দোলনে যুক্ত থাকার অপরাধে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একের পর এক বরখাস্ত হন কর্মকর্তারা। কেউ কেউ পেয়েছন অব্যাহতি। বদলি আতঙ্কও এনবিআরের অধীনস্থ প্রতিটি প্রতিষ্ঠানে।

কর্মকর্তাদের বরখাস্ত করার আদেশে বলা হচ্ছে, বদলির আদেশ ছিঁড়ে ফেলায় তাদের এই শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। তবে সবাই বদলির আদেশ ছিঁড়ে ফেলার সঙ্গে সম্পৃক্ত নন।

এদিকে যাদের শাস্তি দেওয়া হচ্ছে, তাদের কমবেশি সবাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গেল ১৭ জুলাইয়ের পর থেকে এনবিআরে কর্মকর্তাদের বরখাস্ত করার প্রবণতা কমে আসে। তবে গেল ২৮ জুলাই ঢাকা কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা পিংকু রায়কে অসাধাচারণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি হতে বরখাস্তকরণের গুরুদণ্ড প্রদান করা হয়। গোল্ডবার আত্মসাৎ করার গেল বছরের ২৫ ফেব্রুয়ারি বিভাগীয় মামলার সিদ্ধান্ত হয় এবং তখনই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, সব মিলেয়ে এখন পর্যন্ত এনবিআরের ২৪ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে চারজনকে। ১৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। আর অন্দোলেনের শুরু থেকে এখন পর্যন্ত বদলি করা হয়েছে অন্তত ১৫০ জনকে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড বদলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর