Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচিত সরকার না থাকায় দেশ পিছিয়ে যাচ্ছে: আমীর খসরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ২২:২৯

রংপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রংপুর: দেশে একটি নির্বাচিত সরকার না থাকার কারণে প্রতিদিনই রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে দেশ পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার দরকার। যাদের পেছনে জনসমর্থন রয়েছে। নির্বাচিত সরকার না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। তাই একটি নির্বাচিত সরকারের দরকার, যারা জনগণের কাছে জবাবদিহি করবে, দায়বদ্ধতা থাকবে। জনগণের চাওয়া-পাওয়া নিয়ে কথা বলবে।’

বিজ্ঞাপন

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

আমীর খসরু নির্বাচিত সরকার বিএনপি রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর