Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতের ভোটের প্রস্তাবক জাভেদ পাটোয়ারী এখন কোথায়?

মেহেদী হাসান, স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ২২:৫৭ | আপডেট: ১ আগস্ট ২০২৫ ০০:১৫

পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ জাভেদ পাটোয়ারী। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ডামি-একতরফা আর নিশিরাতের ভোট। আওয়ামী শাসনামলে হওয়া জাতীয় তিন নির্বাচনেই খেতাব পায় এই তিন নাম। এসব ভোট নিয়ে এখনো চলছে নানান যুক্তিতর্ক। এবার সেই বিতর্কে ঘি ঢেলেছেন পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তার জবানবন্দিতে উঠে এসেছে ২০১৮ সালের ৩০ নভেম্বর সেই রাতের ভোটের পরামর্শদাতার নামও।

চলতি বছরের মার্চে ঢাকার সিএমএম আদালতে দেওয়া জবানবন্দিতে মামুন জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতেই ৫০ শতাংশ ব্যালট বাক্সে ভরে রাখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন পুলিশের তৎকালীন আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী। তার পরামর্শ বাস্তবায়ন করে সরকার।

বিজ্ঞাপন

২০১৮ সালের রাতের ভোট পরিকল্পনার প্রেক্ষিতে জনমনে ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হিসেবে ধরা হয়। পুলিশের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারণেও তার অবদান ছাড়াও রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন পুলিশের সাবেক এই আইজিপি।

এদিকে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে ব্যালট বাক্সে ভর্তি এবং আইনশৃঙ্খলাবাহিনীর মাধ্যমে ভোট কেন্দ্রে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মী সমর্থকদের প্রবেশে বাধা দিয়ে তাদের বিরুদ্ধে গায়েবী মামলার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর বিরুদ্ধেও মামলা করা হয়। গত ২৬ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমটির সদস্য মো. সালাহ উদ্দিন খান রাজধানীর শেরে বাংলা থানায় এই মামলা দায়ের করেন। কিন্তু এরপরও জাবেদ পাটোয়ারীকে গ্রেফতারে কোনো তৎপরতা এবং তার বর্তমান অবস্থানের বিষয়ে কিছুই জানা যায়নি।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে হদিস নেই সাবেক এই আইজিপির। তাকে সৌদির রাষ্ট্রদূত থেকে অব্যাহতি দিয়ে দেশে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হলেও ফেরেননি তিনি। তাহলে কি আত্মগোপনে রয়েছেন জাভেদ? এ বিষয়ে শেরে বাংলা নগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমউল হক সারাবাংলাকে বলেন, ‘সাবেক আইজিপি যে মামলাটি হয়েছে সেটি তদন্তাধীন। মামলাটির দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া হয়েছে। তারা তদন্ত করছেন।’

জাভেদ পাটোয়ারীর বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন এক কর্মকতার সঙ্গে কথা হলে তিনি সারাবাংলাকে বলেন, ‘আইজিপি থেকে অবসর নেওয়ার পর থেকে তিনি সৌদি আরবে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ৫ আগস্টের পর তাকে অব্যাহতি দিয়ে দেশে ফিরতে বলা হয়। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। তার বিরুদ্ধে মামলার তদন্ত চলছে। অপরাধী হলে সে যে-ই হোক না কেন, তাকে শাস্তি পেতে হবে।’

২০১৮ সালের বিতর্কিত রাতের ভোটের প্রস্তাবক সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী অবসর নেওয়োর পর ২০২০ সালের ২২ আগস্ট সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন। হাসিনা সরকারের পতনের পর গত ১৪ আগস্ট তাকে সৌদি আরব থেকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি দেশে ফেরেননি। তিনি কোথায় আছেন সেটিও সরকারিভাবে জানা যায়নি। তবে সূত্র বলছে, গত বছরের ২৮ আগস্ট জাভেদ পাটোয়ারী পরিবারের সঙ্গে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র চলে গেছেন।

এদিকে, জাভেদ পাটোয়ারী ও তার স্ত্রী হাবিবা হোসেনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পাসপোর্ট বাতিল করে।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর বাড়ি চাঁদপুরের সদর উপজেলার মান্দারী গ্রামে। তিনি বাংলাদেশ পুলিশের ২৭তম মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্মাতক এই পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ৬ষ্ঠ বিসিএস-এ (১৯৮৪) পুলিশ ক্যাডারে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। ২০১৩ সালের জুলাই মাসে জাবেদ পাটোয়ারীকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

কোথায় ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী পুলিশ সাবেক আইজিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর