ফ্রান্স: প্যারিসে বাংলাদেশি অভিবাসীদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন লিগ্যাল এইড ফ্রান্স-এর প্রেসিডেন্ট আজাদ মিয়া’র মায়ের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ ম্যারি দ্য অবারভিলিয়ে-তে অবস্থিত লিগ্যাল এইড ফ্রান্সের নিজস্ব হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামে মসজিদ, অভারভিলিয়ে ফ্রান্স-এর খতিব মাওলানা নুরুল ইসলাম। মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আজাদ মিয়ার মায়ের রোগমুক্তি কামনা করা হয়।
দোয়া মাহফিলে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা, সমাজকর্মী, ইমাম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন— বাংলাদেশ জামে মসজিদ অভারভিলিয়ের প্রথান খাদেম সালেহ আহমেদ চৌধুরী, লিগ্যাল এইড ফ্রান্স এর ভাইস প্রেসিডেন্ট আজহারুল হক মিন্টু, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সাবেক সভাপতি আব্দুল মালিক মানিক, গ্রান্ড মস্ক দু পন্তার ট্রেজারার শামীম মুহাম্মদ মোল্লাহ, তাফসিরুল কোরআন পরিষদ ফ্রান্স এর সভাপতি মুফতি হাবিবুর রহমান, বাংলাদেশ কমিউনিটি মাদরাসা ফ্রান্স এর মুহতামিম মাওলানা জিল্লুর রহমান।
এ ছাড়াও ছিলেন, হাফেজ সাইফ, সাংগঠনিক সম্পাদক, তাফসিরুল কোরআন পরিষদ ,তাইজুল ফয়েজ, সভাপতি, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স, তাজ উদ্দিন, সভাপতি, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স (ফ্রান্স শাখা), হাজী কাওছার দুদু, প্রধান উপদেষ্টা, গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ফ্রান্স, আমিনুর রশিদ লেচু, সভাপতি, হেল্পিং হ্যান্ডস, ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক, তাফসিরুল কোরআন পরিষদ, জাহিদুল ইসলাম সোহাগ, ডিরেক্টর, লিগ্যাল এইড ফ্রান্স, শাহিনুর রহমান আশরাফ, প্রচার সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স,সাংবাদিক মামুন মাহিন, নিউজ২৪ প্রতিনিধিসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা আজাদ মিয়ার মায়ের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এমন বন্ধন ও সহানুভূতির চর্চা বজায় রাখার আহ্বান জানান।