ঢাকা: ৪৪তম বিসিএসে রিপিট ক্যাডারদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শূন্য হওয়া পদগুলোতে নতুন করে ক্যাডার মনোনয়ন পেতে পারেন নন ক্যাডারে থেকে বেশি নম্বরধারীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) পিএসসি সূত্রে জানা গেছে, ১ হাজার ৬৯০ জন সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৩৭২ জন প্রার্থী পূর্ববর্তী বিসিএসে একই ক্যাডারে মনোনীত হয়েছিলেন। এই ‘রিপিট ক্যাডারদের’ তালিকা চূড়ান্ত করেছে পিএসসি।
এ বিষয়ে পিএসসির একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘৩৭২ জন রিপিট ক্যাডারের তালিকা চূড়ান্ত করেছে পিএসসি। এই প্রার্থীদের একটি গুগল ফরম দেওয়া হয়েছে। তারা যদি সম্মতি দেন যে তারা ৪৪তম বিসিএসে যে ক্যাডার পেয়েছেন তাতে থাকতে চান না বা আগের ক্যাডারেই থাকতে চান তাহলে সেভাবেই তালিকা করা হবে।’
এখান থেকে খালিপদ নির্ণয় করে এই পদগুলো ৪৪তম বিসিএসের নন ক্যাডারে থেকে বেশি নম্বরধারীরা বা এমন কেউ আছেন যে এসব ক্যাডারের পদ খালি হলে তাদের পছন্দ তালিকা অনুসারে একটু ওপরের দিকের ক্যাডারে আসতে পারতেন সেগুলো সমন্বয় করা হবে। এতে যেন কারও কোনো অধিকার ক্ষুণ্ন না হয় সে বিষয়ে খেয়াল রাখা হবে।
এদিকে, রিপিট ক্যাডার বন্ধে বিধি সংশোধন করা হচ্ছে। ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি।