পাবনা: জেলার ফরিদপুর উপজেলায় বড়াল নদীতে গোসল করতে নেমে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার গোলকাটা গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
মৃত দুই শিশু হলো— উপজেলার গোলকাটা গ্রামের আসাদ বিশ্বাসের মেয়ে মাসুম বিশ্বাস (৭) এবং আলমাস বিশ্বাসের ছেলে আবির বিশ্বাস (৭)।
এলাকাবাসী ও স্বজনরা জানান, সকালে মাসুম ও আবির খেলনা নিয়ে খেলতে খেলতে বড়াল নদীর পাড়ে চলে যায়। দুপুর গড়িয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে নদীর পাড়ে তাদের খেলনা এবং স্যান্ডেল দেখতে পান স্বজনরা। এরপর মোশাররফ নামের এক ব্যক্তি নদীতে নেমে তল্লাশি চালিয়ে তাদের দু’জনকে উদ্ধার করেন। দ্রুত তাদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।