Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে হাওরে বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ২৩:৫১

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জেলার জগন্নাথপুরে বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাকিব আলী (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা নৌকাঘাট এলাকার নলুয়ার এ ঘটনা ঘটে।

নিহত রাকিব আলী বেতাউকা গ্রামের অনর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে রাকিব তার বাবার সঙ্গে নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে তার বাবা ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে রাকিবের মৃতদেহ উদ্ধার করেন।

নিহতের চাচাতো ভাই জুয়েল মিয়া বলেন, ‘পল্লীবিদ্যুতের তারের সংস্পর্শে রাকিবের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে। হাওরে পানি বাড়লে বিদ্যুতের তারে প্রায়ই এমন ঘটনা ঘটে। তবুও কর্তৃপক্ষের টনক নড়ে না।’

বিজ্ঞাপন

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই

নিহত বিদ্যুতায়িত যুবক নিহত সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর