নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। এ সময় পুলিশ তিনজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে চৌমুহনী রেলওয়ে স্টেশন থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলকারীরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। তাদের হাতে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল। বর্তমান সরকারের বিরুদ্ধেও স্লোগান দিতেও দেখা যায় তাদের।
মিছিলটি প্রধান সড়কে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।