Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ০০:৩৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি শনিবার (২ আগস্ট) সকালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় দেশ-বিদেশে অবস্থানরত দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি দোয়া চেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ জামাতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রিয় রাহবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের জনশক্তি, সুধী-শুভাকাঙ্ক্ষী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিনীত আহ্বান— আসুন, আমরা মহান আল্লাহ তা’য়ালার দরবারে নফল ইবাদতের মাধ্যমে (নফল সালাত, নফল সিয়াম ও আল্লাহর রাস্তায় সাদাকাহ) যে যার অবস্থান থেকে তার (জামায়াতের আমির) জন্য একান্তভাবে দোয়া করি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আল্লাহ তা’য়ালা যেন আমাদের প্রিয় রাহবারকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দান করেন— এই দো’য়াই করছি। আমিন।’

পোস্টে শুক্রবার (১ আগস্ট) জুমার দিনটিকে বিশেষভাবে কাজে লাগিয়ে মসজিদে-মসজিদে জামায়াতের নেতা-কর্মীদের নিয়ে দোয়ার আয়োজন করার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ১৯ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে অংশগ্রহণকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরবর্তীতে এনজিওগ্রামে তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাইপাস সার্জারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর