Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ নম্বর জার্সিতে গোল করে ইয়ামালের ‘শৈশবের স্বপ্নপূরণ’

স্পোর্টস ডেস্ক
১ আগস্ট ২০২৫ ০৯:৫১

বার্সার ১০ নম্বর জার্সিতে প্রথম গোল পেলেন ইয়ামাল

বার্সেলোনার ১০ নম্বর জার্সি যেন সব ফুটবলারদের কাছেই সোনার হরিণ। কিংবদন্তি লিওনেল মেসি এই জার্সিকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। মেসি যাওয়ার পর থেকে বার্সার ১০ নম্বর জার্সিটাও যেন ফিকে হয়ে গেছে। অবশেষে ১০ নম্বর জার্সিই সেই পুরনো দিনের ঝলক ফিরিয়ে আনলেন লামিন ইয়ামাল। নতুন জার্সি গায়ে প্রথম গোল করে ইয়ামাল বলছেন, মেসির এই জার্সিতে গোল করা ছিল তার শৈশবের স্বপ্ন।

এশিয়া সফরে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসির বিপক্ষে মাঠে নেমেছিল বার্সা। এই ম্যাচে ৭-৩ ব্যবধানের বিশাল জয় পেয়েছে কাতালানরা। জোড়া গোল পেয়েছেন ইয়ামাল। ১০ নম্বর জার্সি গায়ে তোলার পর এটিই তার প্রথম গোল।

বিজ্ঞাপন

ম্যাচের ১৪ ও ৪৫ মিনিটে গোল পান ইয়ামাল। ম্যাচ শেষে এই তরুণ সেনসেশন জানিয়েছেন, শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে তার, ‘এই জার্সি পরে গোল করতে পেরে আমি খুবই খুশি। এই জার্সি পরে খেলা ও ১০ নম্বর জার্সিতে গোল করা আমার শৈশবের স্বপ্ন ছিল। এই জার্সি খুব স্পেশাল। দলের জয়ে আমি খুবই খুশি।’

বার্সার খেলা দেখতে মাঠে আসা সমর্থকদেরও ধন্যবাদ জানান ইয়ামাল, ‘এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ভক্তরা প্রতিটি দেশে আমাদের অনেক সমর্থন জোগায়। আশা করি, এই মৌসুম খুব সফল হবে ও আমরা অনেক শিরোপা জিতব।’

সারাবাংলা/এফএম

১০ নম্বর জার্সি বার্সেলোনা লামিন ইয়ামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর