Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাফলংয়ে বালু ভর্তি ৫৫টি নৌকা ডুবাল টাস্কফোর্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১১:৩৩ | আপডেট: ১ আগস্ট ২০২৫ ১২:০০

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান।

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পিয়াইন নদীর জিরোপয়েন্ট, বল্লাঘাট ও নয়াবস্তি এলাকায় বালু বোঝাই ৩৫টি নৌকা ডুবানো, ২০টি বালু বোঝাই নৌকা ধ্বংস এবং পাঁচটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।

এ সময় গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবীর হোসেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, থানার এসআই ওবায়দুল্লাহসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩৫টি নৌকা ডুবানো, ২০টি নৌকা ধ্বংস এবং পাঁচটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসডব্লিউ

অবৈধভাবে বালু উত্তোলন জাফলং

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর