Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই অভ্যুত্থানের প্রথম মাইলফলক হওয়া উচিত গণহত্যার বিচার: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১৩:০৫

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: নতুন ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণহত্যার বিচারকে প্রথম মাইলফলক হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

‘জুলাই চব্বিশের গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, আমরা এরইমধ্যে দেখেছি জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। তবে এখনো সব অপরাধী ধরা পড়েনি। তাদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। এই বিচার না হলে ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের পর যে আহত ও পঙ্গু হয়েছেন, তাদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহিদদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসনের কাজ রাষ্ট্রকেই করতে হবে।’

পরওয়ার বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে জনগণ সজাগ ও ঐক্যবদ্ধ থাকে, তারাই শাসকের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে পারে। তাই একটি মজবুত ও স্থিতিশীল গণতন্ত্র গড়ে তুলতে হবে, যেখানে রাষ্ট্রের তিনটি অঙ্গ- বিচার, আইন ও নির্বাহী হবে স্বাধীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।’

তিনি দুর্নীতি, অযোগ্যতা ও অদক্ষতার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেন, ‘রাষ্ট্র এমন হওয়া উচিত যেখানে কোনো নতুন ফ্যাসিবাদের জন্ম হবে না।’

জামায়াত সেক্রেটারি জেনারেল ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেন, ‘আমরা চাই, ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বার্থরক্ষার ভিত্তিতে সম্পর্ক হোক। সীমান্ত হত্যা, ট্রানজিট ও করিডোর ইস্যুতে কোনো আপস নয়। দেশের স্বার্থে প্রয়োজন হলে তা প্রত্যাখ্যান করাও জরুরি।’

তিনি আরও বলেন, ‘নৈতিকতা ও আদর্শভিত্তিক শিক্ষা, উৎপাদনমুখী সৎ শিক্ষা, প্রযুক্তিনির্ভর কৃষি ও রাষ্ট্রীয় ভারসাম্যের ওপর জোর দিতে হবে।’

গোলাম পরওয়ার বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। এজন্য একটি বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য জাতীয় কাঠামো গঠন প্রয়োজন। রাজনৈতিক সংস্কৃতির সংস্কার, দলগুলোর ঐক্য এবং জাতীয় ঐকমত্য অপরিহার্য।’

জামায়াত নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে বলে মন্তব্য করেন সেক্রেটারি জেনারেল।

সারাবাংলা/এফএন/এনজে

গোলাম পরওয়ার জামায়াত জুলাই অভ্যুত্থান

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর