Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ
আটক মেজরের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ১ আগস্ট ২০২৫ ২০:২০

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সম্প্রতি একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই ওই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এরই মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত ব্যত্যয়ের বিষয়ে অপর আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী দায় নিরূপণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক, শৃঙ্খলাপরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনী তার সকল সদস্যের মধ্যে পেশাদারত্ব, শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখার প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

জানা গেছে, ওই সেনা কর্মকর্তা মেজর হিসেবে বর্তমানে কর্মরত আছেন। তার বিরুদ্ধে বসুন্ধরা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ ওঠে। দেশকে অস্থিতিশীল করতে ওই গোপন বৈঠক থেকে এরইমধ্যে পুলিশ ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তাদের দেওয়া তথ্যমতে উঠে আসে, ওই মেজর নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এরপর তাকে সেনা হেফাজতে নেওয়া হয়।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

আওয়ামী লীগ আটক মেজর তদন্ত আদালত প্রশিক্ষণ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর