Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাগপার

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১৫:৩৬

জাগপা ছাত্রলীগ রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।

ঢাকা: ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

শুক্রবার (১ আগস্ট) দলটির ছাত্রসংগঠন ‘জাগপা ছাত্রলীগ’ রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এই কর্মসূচির ঘোষণা দেয়।

জুমার নামাজ শেষে আয়োজিত সমাবেশে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে এনে জনগণের আদালতে তোলা না গেলে ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব নয়। ১২ দলীয় জোটের পক্ষ থেকে ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।’

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন। বক্তারা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকারও কড়া সমালোচনা করেন।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের দিকে অগ্রসর হয়। কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিশ্চিত করতে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

জাগপার নেতারা জানান, ৬ আগস্ট ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিকে সফল করতে তারা দেশের বিভিন্ন স্থানে প্রচারণা চালাবে এবং অন্য শরিক দলগুলোকেও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাবে।

সারাবাংলা/এফএন/এমপি

জাগপা ছাত্রলীগ ভারতীয় হাইকমিশন শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর