Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ডিএসসিসি সাইকেল র‍্যালি

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১৫:৩৮ | আপডেট: ১ আগস্ট ২০২৫ ১৫:৪৩

ডিএসসিসির আয়োজিত সাইকেল র‍্যালি।

ঢাকা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাইকেল র‍্যালি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (১ আগস্ট) সাইকেল র‍্যালিটি ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম র‍্যালিটি উদ্বোধন করেন। র‍্যালিতে ১৯০ জন সাইক্লিস্টস এবং বিভিন্ন শ্রেণিপেশার নগরবাসী অংশগ্রহণ করেন।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সাথে জনগণকে সম্পৃক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ঢাকা শহরকে বাসযোগ্য করার জন্য তিনি সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ডিএসসিসি প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া বলেন, এই ঢাকাকে আগামী প্রজন্মের বাসযোগ্য করার জন্য পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

র‍্যালি উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান এবং ঢাকা ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এনজে

জুলাই গণঅভ্যুত্থান ডিএসসিসি সাইকেল র‌্যালি

বিজ্ঞাপন

খুলনায় জুট মিলে আগুন
১১ আগস্ট ২০২৫ ০৮:৩৯

আরো

সম্পর্কিত খবর