Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্র্যাজেডি: কুষ্টিয়ায় রজনীর সমাধিস্থলে বিমানবাহিনীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১৭:৪১ | আপডেট: ১ আগস্ট ২০২৫ ১৭:৫৭

বিমানবাহিনীর শ্রদ্ধা নিবেদন।

কুষ্টিয়া: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রজনী ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর কর্মকর্তারা।

শুক্রবার (১ জুলাই) দুপুর ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রজনী ইসলামের কবরে ফাতেহা পাঠ এবং পরে কবরে ফুলের তোড়া দিয়ে সালাম প্রদর্শনের পাশাপাশি রজনীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এরআগে বিমান বাহিনীর কর্মকর্তারা নিহত রজনী ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল বারী, উইন কমান্ডা মোনালিসা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখসহ মরহুমের পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

বিমানবাহিনী মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধা সমাধিস্থল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর