Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের শুল্ক হার কমানোয় ড. ইউনূসকে জামায়াত আমিরের ধন্যবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১৭:২৫ | আপডেট: ১ আগস্ট ২০২৫ ২৩:২০

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি পণ্যের ওপর ঘোষিত উচ্চ শুল্কহার কমে ২০ শতাংশে নেমে আসায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উদ্যোগে কার্যকর ভূমিকা রাখায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতায় রফতানি পণ্যের ওপর উচ্চ ট্যাক্স কমে ২০ শতাংশে নেমে এসেছে। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্ট।

তিনি আরও লেখেন, ‘ভবিষ্যতেও ড. ইউনূস এবং পরবর্তী রাষ্ট্রনায়কেরা বাংলাদেশের মর্যাদা সমুন্নত রেখে বিশ্ব কূটনীতির ক্ষেত্রে গৌরবজনক ভূমিকা রাখবেন। এই উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ।’

প্রসঙ্গত, এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক ঘোষণায় জানানো হয়, ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হচ্ছে। ঘোষণায় উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পালটা শুল্ক আরোপ করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক আলোচনায় অংশ নিয়েছে ইউনূস প্রশাসন। এর অংশ হিসেবেই এই শুল্ক হ্রাসের ঘোষণা এসেছে ।

সারাবাংলা/এফএন/এনজে

জামায়াত আমির ড. ইউনূস ধন্যবাদ যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর