ঢাকা: গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারও শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
তিনি বলেন, “শ্রমিকের রক্তের ওপর দাঁড়িয়ে কেউ যখন ক্ষমতায় বসে, তখন তার দায়িত্ব হলো শ্রমিকের অধিকার রক্ষা করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।”
শুক্রবার (১ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এনসিপির শ্রমিক উইংয়ের যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আশির দশকে কলকারখানায় শ্রমিকদের কর্তৃত্বের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন বলেন, “তখন শ্রমিকরাই কারখানা চালাতেন। কিন্তু এখন যারা শ্রমিকদের হয়ে কথা বলেন, তারা আসলে মালিকপক্ষের লোক। শ্রমিকরা যতদিন নিজের নেতৃত্বে না আসবে, ততদিন অধিকার ফিরে পাবে না।”
বর্তমান রাজনৈতিক কাঠামোর সমালোচনা করে তিনি বলেন, “একটি দলের দুজন মহারথী সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছেন। আর কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না করপোরেট হাউজের দৌরাত্ম্যে।”
তিনি অভিযোগ করেন, “চেয়ারের অদলবদল হলেও ফাইলের অদলবদল হয়নি। সংসদে এখন যারা আছেন, তারা আইনজীবী কিংবা ব্যবসায়ী—শ্রমিক নেই। অথচ শ্রমিকদের প্রতিনিধি না থাকলে শ্রমিকবান্ধব আইন কখনোই আসবে না।”
নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন বলেন, “ভবিষ্যতে বাংলাদেশের গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান আমরা মনে রাখব। আপনারা এগিয়ে যান, এনসিপি আপনাদের পাশে রয়েছে।”