ময়মনসিংহ: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহে ৩৬ জুলাই স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলেখ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় নগরীর টাউন হল জুলাই চত্বর মুক্তমঞ্চে বিভাগীয় ও জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় জুলাই স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও গণতন্ত্রের সংগ্রামকে প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই গ্রন্থের উন্মোচন করা হয়।
জুলাই স্মৃতি সংসদের সভাপতি কামরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সোহরোয়ার্দী হোসেন, শহিদ সাগরের বাবা মো. আসাদুজ্জামান, শহিদ মাহিনের পিতা জামিল হোসেন, কথাশিল্পী সালিম হাসান, কবি ও সাহিত্যিক গাউসুর রহমান।