Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশিকে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১৮:০৬

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশি।

চুয়াডাঙ্গা: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশি নাগরিককে চুয়াডাঙ্গার বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শুক্রবার (১ আগস্ট) বেলা সোয়া ৩টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবিব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, এদিন বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত মেইন পিলার ১০৫ এর নিকট শুন্য রেখায় কোম্পানী কমান্ডার পর্যায়ে একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের মেহেরপুর মুজিবনগর কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার তাপস কুমার এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর ধরমেন্দ্রদাহ নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

পতাকা বৈঠকে,পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় বিএসএফ, বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। হস্তান্তরিত ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন মহিলা এবং চারজন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।

সারাবাংলা/এসডব্লিউ

অবৈধভাবে ভারতে প্রবেশ বিএসএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর