Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিন স্মরণ করিয়ে দেবে গ্রাফিতি’

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১৯:২৪

জুলাই আর্ট ওয়ার্ক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এই গ্রাফিতিগুলো আমাদেরকে আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো এবং জনগণের সাহসী প্রতিরোধের ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেবে। ভবিষ্যতে এ দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে এসব গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে “জুলাই আর্ট ওয়ার্ক”-এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সার্বিক সহযোগিতায় আগারগাঁও থেকে কারওয়ান বাজার মেট্রোরেল পিলারে গ্রাফিতি অঙ্কন করা হয়।

বিজ্ঞাপন
জুলাই আর্ট ওয়ার্ক উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

জুলাই আর্ট ওয়ার্ক উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

এসময় প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ফ্যাসিবাদ ইস্যুতে জাতীয় ঐক্য ধরে রাখার বিষয়টি মাথায় রেখেই এই গ্রাফিতি কার্যক্রম পরিচালিত হয়েছে। গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের উত্থান এবং তার পতনের ইতিহাস তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। গত একবছরে অনেক রং ফিকে হয়ে গেলেও, জুলাইয়ের চেতনা আজও অমলিন।

“দেয়ালের ভাষা: স্মৃতি, প্রতিরোধ ও জনতার ইতিহাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অঙ্কিত জুলাই আর্ট ওয়ার্কে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিরোধের এক শক্তিশালী চিত্র উপস্থাপন করা হয়েছে।

দেয়ালচিত্রের মাধ্যমে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দমন-পীড়নের ভয়াবহ অধ্যায় এবং ২০২৪ সালের ৩৬ দিনের জুলাই গণঅভ্যুত্থানের নানা দৃশ্য—মিছিল, সংঘর্ষ, গ্রেফতার, আত্মত্যাগ উপস্থাপিত হয়েছে।

গুম, হত্যা, ভোট ডাকাতি, শিক্ষাব্যবস্থার ধ্বংস ও নাগরিক অধিকারের হরণ—এসব বাস্তবতার প্রতিবিম্ব ফুটে উঠেছে রং ও রেখার প্রতিটি আঁচড়ে। শহিদ আবরার, ফেলানির মুখাবয়ব আমাদের স্মরণ করিয়ে দেয়, স্মৃতি কেবল আবেগ নয়—এটি রাজনৈতিক সংগ্রামের অস্ত্র। এই গ্রাফিতি কার্যক্রমকে বিশ্বব্যাপী জনগণের প্রতিরোধশিল্পের ধারাবাহিকতায় একটি আধুনিক সংযোজন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সারাবাংলা/এমএইচ/এসএস

আওয়ামী গ্রাফিতি স্বৈরশাসন স্মরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর