Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে অবরোধকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ, মঞ্চ অপসারণ

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ২০:১৮ | আপডেট: ১ আগস্ট ২০২৫ ২০:২১

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারী জুলাই যোদ্ধাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদস্যরা তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেন। একইসঙ্গে তাদের মঞ্চটিও অপসারণ করা হয়।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে জুলাই যোদ্ধা পরিচয়ধারী একটি পক্ষ শাহবাগ মোড় অবরোধ করে। আজ শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের আরেকটি পক্ষ অবরোধের বিরোধিতা করলে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। পরে পুলিশ উভয়পক্ষকে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়।

অবরোধের বিরোধিতাকারী জুলাই যোদ্ধারা বলেন, প্রকৃত জুলাই যোদ্ধারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেন না। কিন্তু জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু মানুষ শাহবাগ মোড় অবরোধ করে সাধারণ মানুষদের ভোগান্তি সৃষ্টি করছেন।

বিজ্ঞাপন

এর আগে, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং দ্রুত স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্ম শাহবাগ মোড় অবরোধ করে। এতে ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ।

সারাবাংলা/এমএইচ/এসএস

অবরোধ ছত্রভঙ্গ পুলিশ শাহবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর