Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ২২:২২ | আপডেট: ১ আগস্ট ২০২৫ ২২:২৯

খুলনা: খুলনায় মনোয়ার হোসেন টগর (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। সে রং এর ঠিকাদার ছিল।

স্থানীয়রা জানান, রাত সোয়া ৯ টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর ওই ঠিকাদার মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলছে।’

সারাবাংলা/এসএস

ছুরিকাঘাত যুবক হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর