ঢাকা: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির আন্দোলন থেমে থাকবে না—নির্বাচনের জন্য প্রয়োজনে আরও ১৭ বছর মাঠে থাকার ঘোষণা দিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
এ সময় বিএনপি নেতা অভিযোগ করেন, এখনো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং আবার কখনো সরকার নানা অপকৌশলের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করছেন।
মির্জা আব্বাস বলেন,‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি বিগত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। আমরা বিশ্বাস করি, সত্যের জয় হবেই। নির্বাচনের জন্য প্রয়োজন হলে আরও ১৭ বছর আন্দোলন চলবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে থামাতে গিয়ে যেন অন্তর্বর্তীকালীন সরকারের আচরণও ফ্যাসিবাদে রূপ না নেয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
প্রচলিত সরাসরি ভোট ব্যবস্থার বাইরে নতুন করে আলোচনায় আসা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই সিনিয়র নেতা।
তিনি বলেন, ‘একটা পরগাছা দল বর্তমানে এনসিপির ঘাড়ে সওয়ার হয়েছে। পিআর পদ্ধতি জনগণ বোঝে না। আগে তরুণ প্রজন্মকে ভোট দিতে শেখাতে হবে, তারপর পিআর পদ্ধতি বিবেচনায় আনা যেতে পারে।’
তিনি সতর্ক করেন, ইভিএমের মতো পিআর পদ্ধতিও জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে। ‘জনগণ ইভিএম প্রত্যাখ্যান করেছে। তেমনি পিআর পদ্ধতিও তারা গ্রহণ করবে না।’