ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩ আগস্ট ‘বাংলাদেশের জন্য নতুন কিছু’ আসছে বলে ইঙ্গিত দিয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়ার স্বাক্ষরিত এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।
বার্তায় জানানো হয়, শহিদ মিনারে এক বিশেষ সমাবেশে এনসিপিকে নিয়ে উপস্থিত হবেন ‘এক দফা’র ঘোষক নাহিদ ইসলাম। তিনি তুলে ধরবেন জনগণের চাওয়া-পাওয়া, এনসিপির ভবিষ্যৎ রূপরেখা এবং “জুলাই ঘোষণাপত্র ও সনদ” বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।
এনসিপি জানায়, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে তারা সারাদেশে শ্রমিক, কৃষক, গৃহিণীসহ নানা শ্রেণির মানুষের সঙ্গে কথা বলেছেন। সেই অভিজ্ঞতা ও প্রত্যাশা ভিত্তিতে তারা ৩ আগস্ট নতুন ঘোষণা দিতে যাচ্ছে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ৬৪ জেলার নেতাকর্মীদের শহিদ মিনারে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। জেলা ও উপজেলা সমন্বয় কমিটিকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, ২০২৪ সালের ৩ আগস্ট এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। এবারও সেই দিনকেই বেছে নেওয়া হয়েছে নতুন বার্তা দেওয়ার জন্য। দলটির মতে, এদিন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে ‘নতুন বাঁকবদলের দিন’।