Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে বাংলাদেশ : ফারুকী

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ২৩:২০

জুলাই জাগরণ কালচারাল ফেস্টে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

ঢাকা: সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নিজের সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে বাংলাদেশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া চার দিনব্যাপী র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ফারুকী বলেন, ‘জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ, প্রতিবাদের প্রবল উচ্চারণ। জুলাই আমাদের চেতনা, আমাদের প্রেরণা। ২৪-এর জুলাইয়ে আমাদের তরুণরা রক্তস্নাত এ পলল ভূমিতে মুক্তির বীজ বপন করেছে। দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছে– জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ, মৃত্যুই সেখানে শেষ কথা নয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মাতৃভূমি অথবা মৃত্যু –সময়ের সাহসী এ অঙ্গীকারকে ধারণ, পালন ও লালন করেই আমাদের তরুণরা জুলাইয়ে সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে। ‘মাতৃভূমি অথবা মৃত্যু’—এই সময়ের সাহসী অঙ্গীকার থেকেই গড়ে উঠেছে এক মহাকাব্যিক সাফল্যের গল্প।”

ফ্যাসিবাদ আরোপিত সংস্কৃতি ও মিডিয়া নিয়ন্ত্রণের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ‘কালচারাল হেজিমনির ফ্রেম ভেঙে দেশজ সাংস্কৃতিক বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।’

প্রসঙ্গত, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট। ‘জুলাই জাগরণ’ শীর্ষক এই ফেস্টে প্রতিদিন আলোচনা, গণসংগীত, প্রামাণ্যচিত্র, মঞ্চনাটক ও চিত্র প্রদর্শনী চলছে। এ আয়োজনকে ঘিরে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দল, প্রগতিশীল শিল্পী ও লেখকরা।

সারাবাংলা/এফএন/এসএস

জুলাই অভ্যুত্থান ফারুকী বাংলাদেশ সার্বভৌমত্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর