ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৩ আগস্ট রাজধানীর শাহবাগে এক বিশাল ছাত্র সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। সমাবেশ সফল করতে নেতাকর্মীদের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে সংগঠনটি।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ নির্দেশনা দেন।
সমাবেশ ঘিরে ছাত্রদলের ৬ নির্দেশনা—
- সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না।
- কেন্দ্র নির্ধারিত স্থানে প্রতিটি ইউনিটকে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করতে হবে।
- কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাঝের গলি হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা যানবাহন চলাচলে পূর্ণ সহযোগিতা করতে হবে।
- ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি সমাবেশের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।
- ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়া নিষেধ।
- নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশ শেষে প্রত্যেক ইউনিটকে সরে যেতে হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সমাবেশকে ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। ছাত্রদল শহিদ মিনার থেকে সমাবেশের স্থান সরিয়ে শাহবাগে নেওয়ার সিদ্ধান্তে ইতিবাচক বার্তা দিচ্ছে রাজনৈতিক অঙ্গনেও।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।