Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিল্পপতি আজিমউদ্দিন আহমেদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ০০:০৮ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ০০:২৮

বিশিষ্ট শিল্পপতি ও মিচুয়াল গ্রুপ-এর কর্ণধার আজিমউদ্দিন আহমেদ

ঢাকা: মিজিয়া এগ্রোর কর্ণধার ইফতেখার আহমেদের পিতা, বিশিষ্ট শিল্পপতি ও মিচুয়াল গ্রুপ-এর কর্ণধার আজিমউদ্দিন আহমেদ আর নেই।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বড় ছেলে মিজিয়া এগ্রোর কর্ণধার ইফতেখার আজিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আজিমউদ্দিন আহমেদ বাংলাদেশের শিল্প ও ব্যবসা অঙ্গনে এক সুপরিচিত নাম। বহু দশক ধরে তিনি মিচুয়াল গ্রুপ-এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। সততা, দূরদর্শিতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি দেশীয় ব্যবসায়ীদের অনুকরণীয় একজন রোল মডেলে পরিণত হন।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা জানানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/এইচআই

আজিমউদ্দিন আহমেদ মিচুয়াল গ্রুপ মিজিয়া এগ্রো