Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে কর্মচারী গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ০০:২৮

ঢাকা: রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের ভিতরে দুর্বৃত্তের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তিনি বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।

শুক্রবার (১আগস্ট) রাত সোয়া ৮টার দিকে বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির অফিসের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জামাল হোসেনের ভাই জসিম উদ্দিন বলেন, তার ভাই জামাল কমেডি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী। এবং চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। থাকেন বক্ষব্যাধি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে। রাতে চতুর্থ শ্রেণির অফিসের সামনে মাস্ক পরিহিত দুই জন ব্যক্তি তার ভাইয়ের মাথায় গুলি করে চলে যায়। পরে জানতে পেরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সামনে হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচন। আমার ভাই আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু কিছু লোক নির্বাচন না করতে ফোনে হুমকি দিচ্ছিলেন। আজকে আমার ভাইকে গুলি করা হয়েছে। আমাদের ধারনা নির্বাচনকে কেন্দ্র করেই আমার ভাইকে গুলি করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বনানী বক্ষব্যাধি হাসপাতাল এলাকা থেকে স্বজনরা ওই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার ডান চোখে গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস সেন্টারে চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, বক্ষব্যাধি হাসপাতালের ভিতরে একটি গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

সারাবাংলা /এসএসআর/এসএস

কর্মচারী গুলিবিদ্ধ বক্ষব্যাধি হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর