ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
শুক্রবার (১ আগস্ট) রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সুস্থ থাকা আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। এই সুস্থতার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন।”
অধ্যাপক মুজিব বলেন, “জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। তিনি নির্ধারিত সময়েই বান্দাকে নিয়ে থাকেন—না এক মুহূর্ত আগে, না পরে।”
তিনি জানান, জামায়াত আমির আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে বলেছেন, “আমাকে নেওয়ার যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, তাহলে সেটা দেশ বা বিদেশ—যেখান থেকেই হোক—বাস্তবায়িত হবেই। তাই আমি বাংলাদেশেই চিকিৎসা নিতে চাই। এই বক্তব্যে আমিরের ইমান ও আত্মবিশ্বাস প্রতিফলিত হয়।”
বিদেশে চিকিৎসা না নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় অধ্যাপক মুজিব বলেন, “অনেকে মনে করেন দেশের চিকিৎসকরা কম অভিজ্ঞ, কিন্তু এটি সঠিক ধারণা নয়। আমাদের চিকিৎসকরাও যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আল্লাহর অশেষ রহমতে জামায়াত আমির দ্রুত সুস্থ হয়ে জাতির খেদমতে ফিরে আসবেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর আরোগ্য কামনা করছি।”
তিনি দেশের সর্বস্তরের জনগণ, জামায়াতের কর্মী এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রতি দোয়ায় আহ্বান জানান।