সিলেট: জাফলং থেকে সিলেট অভিমুখে আসার সময় জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ২৮ জন আহত হয়েছেন।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় জাফলং থেকে একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত ৭টা ৪০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট নামক স্থানে এলে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
খাদে পড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতর থেকে বের হয়ে আসেন। আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২৮ জন যাত্রী চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর আহত ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।