Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ বিভাগে ৪৮ ঘণ্টার মধ্যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ০৯:৪০ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ০৯:৪৩

ছবি: সারাবাংলা

ঢাকা: আসছে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের তিনটি বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে এ বৃষ্টিপাত শুরু হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে দেশের উপর সক্রিয়। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৮ মিমি) বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যেই এসব অঞ্চলে ২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকাতেও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে ৫১ মিলিমিটার। অন্যান্য অঞ্চলের মধ্যে সিলেটে ৪৮, চট্টগ্রামে ৪২, ঈশ্বরদীতে ৩৯, চুয়াডাঙ্গায় ৩৮, টেকনাফে ৩৬, নেত্রকোণায় ৩৫ এবং রাজধানী ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শনিবার (২ আগষ্ট) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়েছে, নদীবন্দর এলাকায় ঝড় বা দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্ভাবনা নেই।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনের বর্ধিত সময়ের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সারাবাংলা/এফএন/এনজে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর