ঢাকা: ঢাকার বায়ুমানের অবনতি ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকালে সুইস সংস্থা আইকিউএয়ার প্রকাশিত তথ্যানুসারে, রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ৯০-তে পৌঁছেছে, যা ‘সহনীয়’ শ্রেণিতে থাকলেও দূষণের দিক থেকে উদ্বেগজনক। এক দিনের ব্যবধানে ঢাকার অবস্থান ২৭তম থেকে বেড়ে আজ ১৭তম দূষিত শহর হিসেবে তালিকায় উঠে এসেছে।
সাধারণত বৃষ্টিপাতের ফলে বাতাসের মান উন্নত হয়। তবে শুক্রবার (১ আগস্ট) ঢাকায় বৃষ্টির পরেও বায়ুমানের উন্নতি হয়নি। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণার আধিক্য এবং যানবাহন ও শিল্পকারখানা থেকে নির্গত ধোঁয়া এর পেছনে বড় ভূমিকা রাখছে।
আজকের দূষণ তালিকার শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার বায়ুমান সূচক ১৬৪, যা অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে।
দূষিত শহরের তালিকার শীর্ষ পাঁচে রয়েছে:
কিনশাসা, ডিআর কঙ্গো- ১৬৩
লাহোর, পাকিস্তান- ১৬১
জাকার্তা, ইন্দোনেশিয়া- ১৬০
মেনিয়াপোলিস, যুক্তরাষ্ট্র- ১৫৭
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণজনিত কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৬৭ লাখ মানুষ মারা যায়। ব্রিটিশ মেডিকেল জার্নালে ২০২৩ সালের এক গবেষণায় জানানো হয়, শুধু জীবাশ্ম জ্বালানি-সম্পর্কিত দূষণেই প্রতি বছর মারা যায় ৫২ লাখ মানুষ।
বায়ুমানে ক্রমাগত অবনতি হওয়ায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষত শিশু, বয়স্ক ও শ্বাসযন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য বাইরে বের হওয়া ঝুঁকিপূর্ণ। সবার মাস্ক পরা বাধ্যতামূলক করার সুপারিশও দেওয়া হয়েছে।