Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১১:৪৩ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৩:০৪

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

ঢাকা: রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শনিবার (২ আগস্ট) বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১১ ইউনিট সেখানে যোগ দেয়।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর