সুনামগঞ্জ: সুনামগঞ্জে সীমান্তে পৃথক অভিযানে ভারত থেকে চোরাচালানের সময় ৩২টি ভারতীয় গরু ও একটি স্টিল বডির নৌকা জব্দ করেছে ২৮ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২ আগস্ট) ভোরে এই অভিযান দুটি পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, প্রথম অভিযানটি চালানো হয় তাহিরপুর উপজেলার ১ নম্বর উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড়া এলাকায়। সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে বিরেন্দ্রনগর বিওপির সদস্যরা ১৮টি ভারতীয় গরুসহ একটি স্টিল বডির নৌকা জব্দ করেন।
একই সময়ে, দোয়ারাবাজার উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা ইসলামপুর এলাকা থেকে আরও ১৪টি ভারতীয় গরু আটক করেন। জব্দকৃত গরু ও নৌকার আনুমানিক মূল্য ৩০ লাখ ২০ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা এবং চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। জব্দকৃত গরু ও নৌকা শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।