Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদেশ থেকে কিছু আঁতেল এসে রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৭:৩১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম। ছবি: সংগৃহীত

ঢাকা: বিদেশ থেকে কিছু আঁতেল এসে দেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম।

শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটশন (আইইবি) মিলনায়তনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে শহিদ পরিবারের সম্মানে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

হাফিজ বলেন, ‘সংস্কার একটাই হওয়া উচিত তা হলো তত্ত্বাবধায়ক সরকার। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে ভোটের জন্য কেউ জীবন দেয়নি। শুধু শুধু আমেরিকা-ইউরোপের আইডিয়া দিয়ে লাভ কী? মানুষ তার জনপ্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। বিশ্বের ইতিহাসে এমন নজির নেই যে, অনির্বাচিত লোকজন এসে সংবিধান সংশোধন করবে। বিদেশ থেকে কিছু আঁতেল এসে দেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে, তা মিথ্যা প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এসব করে দেশ ও জাতির কোনো কল্যাণ হবে না। কেবল মাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ সম্ভব। নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, ‘জুলাই যোদ্ধাদের আশা বাস্তবায়ন না হওয়ার কারণ হচ্ছে, বর্তমান সরকার জুলাই চেতনা ধারণ করে না। বর্তমান সরকারের কেউ-ই ১৭ গত বছর শেখ হাসিনার দুঃশাসন নিয়ে কথা বলেননি।’

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর সভাপতি প্রকৌশলী হেলাল উদ্দীন তালুকদারের সভাপতিত্বে প্রকৌশলী কে এম আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর বিএনপি উত্তরের সভাপতি আমিনুল হক, আইইবি চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম রিজু ও সাধারণ সম্পাদক সাব্বির মোস্তফা খান প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

আঁতেল জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি বিএনপি হাফিজ উদ্দীন আহমেদ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর