Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবির গল্প
মধুররসে ভরপুর আনারসের মধুপুর

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৭:৪০ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৭:৪২

পর্তুগিজ ‘অ্যানান্যাস’ থেকে ‘আনারস’ শব্দের উৎপত্তি। বৈজ্ঞানিক নাম ‘অ্যানান্যাস সেটাইভ্যাস’। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ফল এটি। ১৯৫০ সালের দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আনারসের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়। ‘উত্তর থিকা আইল ফল-রসে টস টস, নাম আনারস’— আনারসের রাজধানী মধুপুর গড়ের মানুষের মুখে মুখে ছড়াটি যেন ঘুরে-ফিরে বেড়ায়। বর্তমানে মধুপুর ছাড়াও গড় এলাকার মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ঘাটাইল ও সখীপুর উপজেলার কয়েক হাজার হেক্টর জমিতে আনারস চাষ হচ্ছে। এই আনারস চাষকে কেন্দ্র করে সচল থাকছে এখানকার অর্থনীতি। মধুপুরের আনারস দেশের সীমানা পেরিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। জেলার ঐতিহ্যবাহী সুস্বাদু রসালো আনারস জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতিও পেয়েছে। সম্প্রতি মধুপুর গিয়ে খেত থেকে আনারস তোলাসহ বিভিন্ন পর্যায় ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন