ঢাকা: রাজধানীর সবুজবাগ বাসাবোতে পিকআপ ভ্যানের ধাক্কায় ইয়াকুব আলী (৫৫) নামে এক পথচারী মারা গেছেন।
শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো ওয়াসা রোডে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত ইয়াকুবকে হাসপাতালে নিয়ে আসা ছেলে মো. আকাশ জানান, সবুজবাগ মানিকদিয়া এলাকায় তাদের স্থানীয় বাড়ি। বাড়িতে দুগ্ধখামার রয়েছে তাদের। সেখান থেকে উৎপাদিত দুধ এলাকার বিভিন্ন বাসায় সরবরাহ করতেন তার বাবা।
তিনি আরও জানান, সকাল থেকে বিভিন্ন বাসায় দুধ দিচ্ছিলেন তার বাবা। বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো ওয়াসা রোডে হেঁটে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ওই ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।