ঢাকা: বিএনপি ছাত্র বিষয়য়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২ আগস্ট) দুপুরে তার গুলশান বাসার পাশে ইউনাইটেড হাসপাতালে যান তিনি। এ সময় রফিকুল ইসলাম বকুলের কুশলাদি জিজ্ঞেস করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে বকুলের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন।