Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে কফিন মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৮:৫২ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৮:৫৫

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদ এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে কফিন মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা।

শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের ছাত্র জনতা-এর ব্যানারে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। গত কয়েকদিন ধরে শেবাচিম হাসপাতালসহ বাংলাদেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্যখাত সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, শেবাচিম হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালের দুর্দশা চরমে পৌঁছেছে। অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত ও দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত না হলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও ভেঙে পড়বে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বাড়াতে হবে।

সমাবেশে তারা ৩ দফা দাবি জানান। দাবিগুলো হলো—সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর করে অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত ও দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ ও স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। দ্রুত সময়ের মধ্যে এই তিন দফা দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা কফিন নিয়ে একটি প্রতীকী মিছিল বের করেন।

সারাবাংলা/এসএস

কফিন বরিশাল মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর