Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে পাঁচ জন পেলেন রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৯:২৯ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ২০:২৯

নীলফামারী: নীলফামারীতে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে জেলার সর্বোচ্চ পাঁচজন রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা এবং নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম উপস্থিত ছিলেন।

এর আগে “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার—বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” প্রতিপাদ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মালয়েশিয়া প্রবাসী নাজমুল হুদার স্ত্রী মিতু আক্তার, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতার হোসেনসহ আরও অনেকে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা জানান, সম্মাননা প্রাপ্ত পাঁচ রেমিট্যান্স যোদ্ধা হলেন—মোহাম্মদ কে সরকার, নাজিমা বেগম, মেহের বানু, নাজমুল হুদা ও জয়নাল আবেদীন।

সারাবাংলা/এসএস

প্রেরণকারী রেমিট্যান্স সম্মাননা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর